কালিগঞ্জে শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

কর্তৃক Ayub hossaen Rana
০ কমেন্ট 100 ভিউস

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে:

নতুন শিক্ষাক্রমের পাঠদানে মাধ্যমিক স্তরের ৬২২ জন বিষয় ভিত্তিক শিক্ষক এবং ৩২ জন প্রশিক্ষক নিয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক স্তরের শিক্ষা উন্নয়ন কর্মসূচি এর নতুন পাঠ্যক্রমের প্রচার শিক্ষা অনুমোদিত স্কিমের আওতায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আই,সি,টি সেন্টার এন্ড রিসোর্স সেন্টারের সহকারী প্রোগ্রামার নাসিম শাহাদাত, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি হাফিজুর রহমান, কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি সুব্রত কুমার বৈদ্য প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী তার বক্তব্যে বলেন, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমিক ও স্মার্ট সোসাইটি গড়তে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ গঠনে সর্বস্তরের মানুষকে স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষকদের সহযোগিতার আহ্বান জানান।

রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!