তরিকুল ইসলাম লাভলু : কালিগঞ্জ উপজেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান (নাঈম) এবং উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে কালিগঞ্জের পশ্চিম নারায়নপুর গ্রামের আদর আলীর পুত্র আবু বকর সিদ্দিক কর্তৃক মিথ্যা মামলা হওয়ায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
উল্লেখ্য, কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নারায়নপুর তেলপুকুর কান্দা গ্রামবাসীদের কবরস্থানকে কেন্দ্র করে পশ্চিম নারায়নপুর গ্রামের আদর আলীর পুত্র ভুমিদস্যু আবুল হোসেন ১৫/২০ জন লোক নিয়ে তেলপুকুর কান্দা গ্রামবাসীর উপর হামলা চালায়। সেখানে আলীম হোসেন, নুর আব্দুল, মোকলেছুর রহমান, মোঃ আলীম হোসেনসহ আনেকেই আহত হয়। খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা যুবলীগরে সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হাসান (নাঈম), সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি বেগতিক দেখে কালিগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে এবং আহত ব্যক্তিদের জন্য দ্রæত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে চিকিৎসার ব্যবস্থা করান। এরই জের ধরে সন্ত্রাসী বাহিনী নাজমুল হাসান নাঈমের প্রতি ক্ষীপ্ত হয়ে তাকেসহ গ্রামবাসীদের নামে মিথ্যা মামলা দায়ের করেন।
মিথ্যা মামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন-কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, সহ-সভাপতি শেখ রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক লক্ষণ কুমার ঘোষ এবং সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: রনি, সাধারন সম্পাপাদক ফিরোজ শাহরিয়ার, সেচ্ছাসেবকলীগের সভাপতি মো: নুরুজ্জামান (জামু), সাধারন সম্পাদক মোঃ উজ্বল। উপজেলা তরুনলীগের সভাপতিঃ মোঃ মোকলেছুর রহমান মুকুল, উপজেলা তাঁতিলীগের সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন সহ ১২ টি ইউনিয়নের সকল আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বিবৃতিতে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহরের জোর দাবী জানান।