কুল্যায় লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 63 ভিউস

সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার কুল্যায় লিগ্যাল এইড কমিটির সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কুল্যা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ইউএসএইড, পিচ এন্ড জাস্টিজ এ্যাক্টিভিটিস ও পিপিজি এর অর্থায়নে, জেলা আইন সহায়তা কমিটি সাতক্ষীরা ও ইউসেন জব ক্রিয়েশান সেন্টারের আয়োজনে ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউপি সচিব সেরাজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকদেব কুমার সাধু, মেম্বার রফিকুল ইসলাম পান্না, আলমগীর হোসেন আঙ্গুর, নজরুল ইসলাম, মহিলা মেম্বার বিউটি কুইন, আওয়ামীলীগ নেতা এসকে মাহফুজুর রহমান, আনোয়ার হোসেন, তথ্য সেবার রবিউল ইসলাম প্রমুখ।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!