ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে শক্ত অবস্থানে শ্রীলঙ্কা

কর্তৃক porosh
০ কমেন্ট 32 ভিউস

স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে শুরু হওয়া টেস্টের প্রথমদিনই বেশ ভালো অবস্থানে রয়েছে সফরকারী শ্রীলঙ্কা। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩০৬ রান।

প্রথম দিন খেলা হয়েছে ৭৫ ওভার। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রন জানান নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। ব্যাট করতে নামার পর শুরুতেই ওশাদা ফার্নান্দো ১৩ রান করে আউট হয়ে গেলেও অধিনায়ক দিমুথ করুনারত্নে এবং কুশল মেন্ডিস জুটি গড়ে তোলেন।

করুনারত্নে এবং মেন্ডিসের ব্যাটে গড়ে ওঠে ১৩৫ রানের জুটি। ৮৭ বলে ৪০ রান করে দলীয় ১৫১ রানের মাথায় আউট হন করুনারত্নে। মেন্ডিস খেলেন ৮৩ বলে ৮৭ রানের ইনিংস। অ্যাঞ্জেলো ম্যাথিউজ খেলেন ৪৭ রানের ইনিংস।

দিনেস চান্দিমালও মাঝারিমানের একটা ইনিংস খেলে আউট হন। তার ব্যাট থেকে আসে ৩৯ রানের ইনিংস। মিডল অর্ডারে নিরোশান ডিকভেলা ব্যর্থ হন। তিনি করেন কেবল ৭ রান। ৩৯ রান নিয়ে ব্যাট করছেন ধনঞ্জয়া ডি সিলভা এবং ১৬ রান নিয়ে ব্যাট করছেন কাসুন রাজিথা।

নিউজিল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন টিম সাউদি, ২ উইকেট নেন ম্যাট হেনরি এবং ১ উইকেট নেন মিচেল ব্রেসওয়েল।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!