মোঃ আকবর হোসেন,তালা: শনিবার (১৪ সেপ্টেম্বর) খুলনা-সাতক্ষীরা হাইওয়ে রোডে হাইওয়ে পুলিশের অভিযান পরিচালিত হয়। প্রথম দিন কোন জরিমানা না করে সতর্ক বার্তা প্রদান করা হয়েছে।
উক্ত সময়ে প্রধান সড়কে রাস্তার পার্শে¦ কোন ধরনের ইট,বালু,খোয়া,কাঠ বা রাস্তায় চলাচলের বিগ্নঘটায় এমন কোন দ্রব্যাদি রাখা যাবে না মর্মে অপসারনসহ প্রথমবার সতকবার্তা সহ মাইকির্ং করা হয়। চুকনগর হতে পাটকেলঘাটা বাজার পর্যন্ত সকাল ১০.৩০ ঘটিকা হতে দুপুর ১.৩০ পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের এস আই এম আশরাফুল ইসলাম এবং এটিএসআই মিজানুর রহমান। সাথে সঙ্গীয় ফোর্স কনেষ্টবল রেজাউল ইসলাম,ফরহাদ হোসেন,মেহেদী হাসান, সোহেল রানা প্রমুখ।
এ বিষয়ে এস আই এম আশরাফুল ইসলাম বলেন, আমরা প্রথমদিন সতর্কবার্তা প্রদান করেছি। এর পরে কেউ রাস্তার পার্শে¦ কোন ধরনের ইট,বালু,খোয়া,কাঠ বা রাস্তায় চলাচলে বিগ্নঘটে এমন কোন দ্রব্যাদী রাস্তার উপর রাখলে তাদের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।