গ্রামে বসে বিদেশ থেকে পার্সেল পাঠানোর নামে প্রতারণা, যুবক গ্রেফতার

কর্তৃক porosh
০ কমেন্ট 25 ভিউস

জাতীয় ডেস্ক:

বিদেশ থেকে পার্সেল পাঠানোর নামে এক নারীর কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এক যুবক। এমন অভিযোগে তাকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট এটিইউ।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে কুমিল্লার চান্দিনা উপজেলার মাহিচাইল বাজার থেকে পাঁচ কিলোমিটার দূরের প্রত্যন্ত একটি গ্রাম থেকে ইউসুফ (৩০)‌ নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। তিনি কথিত ইউসুফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। এটিইউ-এর মিডিয়া শাখার পুলিশ সুপার মো. আসলাম খান বাংলা ট্রিবিউনকে তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামি ও তার একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি ব্যবহার করে ব্রিটিশ নাগরিক পরিচয়ে উপহার ও পাউন্ড পাঠানোর প্রস্তাব দিয়ে প্রতারণার মাধ্যমে বিশেষ করে নারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল চক্রটি। এক ভুক্তভোগী নারী ডিএমপির কাফরুল থানায় দায়েরকৃত মামলায় অবৈধ ই-ট্রানজেকশন তদন্ত করতে গিয়ে এটিইউ ইউসুফকে শনাক্ত করা হয়।

গ্রেফতারকৃত ইউসুফ ভুক্তভোগী নারীকে উপহারের পার্সেল এবং ৫০ হাজার পাউন্ডের প্রলোভন দেখিয়ে চার ধাপে ১০ লাখ ৬ হাজার ১৫০ টাকা হাতিয়ে নেয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!