ঘোষ সনৎ কুমারকে তালা সদর প্রেসক্লাবের অভিনন্দন

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 102 ভিউস

মোঃ আকবর হোসেন, তালা : তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ৪র্থ বারের মত তালা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় তালা সদর প্রেসক্লাবের পক্ষথেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন তালা সদর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
অভিনন্দন দাতারা হলেন, তালা সদর প্রেসক্লাবের সভাপতি আব্দুল জব্বার(দৈনিক মানবজমিন) সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন(দৈনিক সাতনদী), সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান(দৈনিক আমাদের কন্ঠ), সহ-সভাপতি মোঃ ফিরোজ আহম্মেদ(দৈনিক লাখোকন্ঠ), সহ-সভাপতি মোঃ হাসানুর রহমান(আনন্দ টিভি), যুগ্ম-সম্পাদক অমল সেন(সাপ্তাহিক অপরাধ চিত্র), যুগ্ম-সম্পাদক শেখ মনিরুজ্জামান(দৈনিক একুশে সংবাদ), সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন(দৈনিক পত্রদুত), কোষাধ্যক্ষ বিশ্বজিত গুহ(সাপ্তাহিক জনতার মিছিল), দপ্তর সম্পাদক মোঃ উজ্জল হোসেন(দৈনিক সংযোগ প্রতিদিন), সাহিত্য সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম(দৈনিক স্বাধীন সংবাদ), ক্রীড়া সম্পাদক মোঃ মামুন রেজা(দৈনিক যায়যায়দিন), প্রচার সম্পাদক মোঃ মোখলেছুর রহমান(দৈনিক দিন প্রতিদিন), সিনিয়র সদস্য পিএম বাবলুর রহমান(দৈনিক জাহানাবাদ), মোঃ আল আমিন হোসেন(দৈনিক আমাদের বার্তা), সদস্য ইউনুছ আলী( মোহনা সংবাদ), কাজী ইমদাদুল বারী জীবন(দৈনিক জাহানাবাদ),, মোঃ শাহীন আলম(দৈনিক পত্রদুত), শেখ সানজিদুল হক(দৈনিক প্রথম ভোর),আতাউর রহমান(দৈনিক সময়ের বার্তা), ফিরোজা রহমান,মোঃ সেলিম সহ তালা সদর প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ। এছাড়া সাংবাদিকদের সাথে আরও অভিনন্দন জানিয়েছেন খলিলনগর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম মোস্তাফিজুর রহমান তিতু।
এ সময় সাংবাদিক নেতারা বলেন, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার সদালাপি মিষ্ঠভাষি একজন মানুষ। তার নেতৃত্বের গুনাবলীর কারনে তিনি ৩বার উপজেলা চেয়ারম্যান ৪বার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি সকলের আস্তার প্রতীক হিসেবে জনগনের মন জয় করতে সক্ষম হয়েছেন। আমরা তার গুনাবলির জন্য তালা সদর প্রেসক্লাবের পক্ষ হতে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!