চিহ্নিত ছিনতাইকারী কলা খোকনের দৌরাত্মে নাকাল আখড়াখোলার জনজীবন

কর্তৃক Ayub hossaen Rana
০ কমেন্ট 131 ভিউস

নিজস্ব প্রতিবেদক: দশটির ওপরে ছিনতাই ও ৬০০ বোতল ফেন্সিডিল মামলার আসামী ইসরাইল খোকন ওরফে কলা খোকনের দৌরাত্মে দিশেহারা আখড়াখোলার সাধারণ মানুষ। বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে পথ রোধ করে ছিনতাই ও অত্র এলাকার সকল চুরির নেতৃত্ব দেয়া কলা খোকনের দাপটে অতিষ্ট হয়েছে স্থানীয়রা। তথ্যানুসন্ধানে জানা যায়, গাজীর বটতলায় এক সময়ের সিরিজ ছিনতাইয়ের মূল হোতা হল এই ইসরাইল খোকন। সে সদর উপজেলার বয়ারখোলা গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। বর্তমানে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির ছত্র ছায়ায় থেকে বহাল তবিয়তেই আছে সে। বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির নিকট থেকে অনেকটা প্রকাশ্যেই টাকা ছিনতাই করে সে। অন্যদিকে প্রভাবশালীদের হাত ধরে বাজার কমিটিতে স্থান নিয়ে তার অবস্থান পাকা পোক্ত করেছে। বিভিন্ন সূত্রে জানা যায় এ পর্যন্ত প্রায় ১২টি জিআর মামলার আসামি। চুরি, ছিনতাই, মটরসাইকেল ও ইজিবাইক চুরি সহ নানা অভিযোগ ও মামলা আছে তার বিরুদ্ধে। বর্তমানে স্থানীয় মাদকসেবীরা চুরি করে তার ছত্রছায়ায়। অবশ্য এ নিয়ে একটা মোটা অঙ্কের কমিশন নেয় সে। আবার সেসব চুরি হাতে নাতে ধরা পড়লে নিজেই শালিষ বিচারের নামে বাঁচিয়ে দেয় দুষ্কৃতিকারীদের। কলা খোকনের হাত থেকে বাঁচতে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!