নিজস্ব প্রতিবেদক: ভারত সরকার পেয়াজ রপ্তানী বন্ধ ঘোষনার সঙ্গে সঙ্গে অনিয়ন্ত্রিত হয়ে পগেছে পেয়াজের বাজার। ব্যবসায়ীসহ দোকানদাররা ইচ্ছা খুশিমত তাদের দাম নির্ধারণ করে ক্রেতাদের কাছ থেকে বেশী টাকা হাতিয়ে নিচ্ছেন। শুক্রবার বিকেলে সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারে ক্রেতা সেজে পেয়াজ বাজারে অভিযান চালায় তালার সহকারি কমিশনার ভূমি খন্দকার রবিউল ইসলাম।
অভিযানকালে পেয়াজের মূল্য বেশী রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের এই বিচারক।
বাজারের ক্রেতারা জানান, কয়েকদিন ধরে পেয়াজের কোন নির্ধারিত মূল্য নেই। দোকানদাররা ৭০-১০০ টাকায় প্রতি কেজি পেয়াজ বিক্রি করছেন। যে যেমন পারছে তেমনভাবে ক্রেতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
এদিকে, পেয়াজের বাজারমূল্য দেখতে ছদ্মবেশে ক্রেতা সেজে পাটকেলঘাটা বাজারে যান তালার সহকারি কমিশনার ভূমি খন্দকার রবিউল ইসলাম। তিনি ঘটনার সত্যতা পেয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও বাকিদের সতর্ক করেন।
তালার সহকারি কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রে খন্দকার রবিউল ইসলাম বলেন, ছদ্মবেশে বাজার ঘুরে দেখা যায় ব্যবসায়ীরা প্রতি কেজি পেয়াজ ৭০-৮০ টাকায় বিক্রি করছেন দোকানদাররা। এ সময় এক ব্যবসায়ীকে দুই হাজার ও অপর একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সকল পেয়াজ ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে দোকানদাররা ৫০ টাকায় বিক্রি করছেন প্রতি কেজি পেয়াজ। এ অভিযান অব্যাহত থাকবে।
ছদ্মবেশে পেয়াজের বাজারে ম্যাজিষ্ট্রেট
পূর্ববর্তী পোস্ট