ছাদে কিশোরীর রক্তাক্ত লাশ

কর্তৃক porosh
০ কমেন্ট 39 ভিউস

জাতীয় ডেস্ক:

সিলেটের ওসমানীনগরে নির্মাণাধীন ছাদ থেকে এক কিশোরীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল লাশটি উদ্ধার করে থানা পুলিশ। দিপা রানী সিংহ (১৪) নামের ওই কিশোরী কুমিল্লা জেলার বরুড়া থানার তলাগ্রামের পীযূষ চন্দ্র সিংহের মেয়ে। তার পরিবার ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারের কলেজ রোডের দুলিয়ারবন্দের বাসায় ভাড়া থাকে। দিপা তাজপুর মঙ্গলচণ্ডী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার মো. সম্রাট তালুকদার জানান, বুধবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে দিপা। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাকে কক্ষে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাবা-মা। পরে তাদের বাসার পাশর্বর্তী নির্মাণাধীন একটি ভবনের এক তলা ছাদের ওপর রক্তাক্ত অবস্থায় দিপাকে পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে তাজপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দিপা ওই ভবনে কীভাবে গেল, তাকে ধর্ষণ করা হয়েছে কি না এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!