ছেলেমেয়েরা ড্রাইভিং শিখে বিদেশে এমপি-মন্ত্রীর চেয়ে বেশি আয় করছেন -প্রতিমন্ত্রী পলক

কর্তৃক porosh
০ কমেন্ট 30 ভিউস

জাতীয় ডেস্ক:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, অনেক ছেলেমেয়ে ড্রাইভিং শিখে বিদেশে গিয়ে একজন এমপি-মন্ত্রীর চেয়ে বেশি টাকা উপার্জন করছেন। আমাদের সে সুযোগটা করে দিতে হবে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা প্রতিটি সন্তানকে সোনার মানুষে পরিণত করতে চাই। সিংড়ার পাঁচ লাখ জনগণের জন্য জননেত্রী একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠান উপহার দিয়েছেন। প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদরাসা, কারিগরি কলেজ মিলে ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। আগামী ৫-১০ বছরের মধ্যে ৮৫ হাজার ছেলেমেয়ে কর্মজীবনে প্রবেশ করবে। এ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে শুধু শিক্ষিতরাই নয়, স্বল্প শিক্ষিতরাও প্রশিক্ষণ নিয়ে কাজ করতে পারবেন।

তিনি বলেন, নতুন করে সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে ১৫ হাজার ছেলেমেয়ে বিদেশ যেতে পারবেন। এছাড়া ছয়টি ট্রেড-এ প্রতিবছর ১২ শিক্ষার্থী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ১৪ বছরে সিংড়ার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় সাড়ে তিনশ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। গত ৩৭ বছরে ৩০ শতাংশ ঘরেও বিদ্যুৎ ছিল না। গত ১৪ বছরে জননেত্রী শেখ হাসিনা সিংড়ায় শতভাগ বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন।

তিনি বলেন, জননেত্রী আমাদের ১০০ প্রাইমারি স্কুল সরকারিকরণ করে দিয়েছেন। আমাদের শেরকোলের মাটিতে বঙ্গবন্ধু টেকনিক্যাল অ্যান্ড বিজনেস কলেজ সরকারিকরণ করে দিয়েছেন। সিংড়ার ছেলেমেয়েদের আগে উচ্চ শিক্ষার জন্য রাজশাহী, বগুড়া, ঢাকা যেতে হতো। কিন্তু শেখ হাসিনা সিংড়ায় তিনটি কলেজ অনার্স কলেজে উন্নীত করেছেন। ফলে আমাদের সন্তানরা সিংড়ায় উচ্চাশিক্ষা গ্রহণ করতে পারছে।

উদ্বোধন অনুষ্ঠানে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্কা (ইউএনও) মাহমুদা খাতুন, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব প্রমুখ।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!