প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এড. আজহারুল ইসলাম। বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক সাবেক পিপি এড.ওসমান গণি, জেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জজকোর্টের পিপি এড. আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা এড. ইউনুচ আলী, জেলা আ.লীগের সদস্য অতিরিক্ত পিপি এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, আশাশুনি উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. শহীদুল ইসলাম পিন্টু, সিনিয়র আইনজীবী এড. শেখ আব্দুস সামাদ, পৌর আ.লীগের আইন বিষয়ক সম্পাদক এড. আমিনুর রহমান চঞ্চল, সিনিয়র আইনজীবী এড. অজয় কুমার সরকার, এড. প্রবীর কুমার মুখার্জী, এড. রফিকুল ইসলাম, অতিরিক্ত পিপি এড. তামীম আহমেদ সোহাগ, দেবহাটা উপজেলা আ.লীগের আইন সম্পাদক এড. রফিকুল ইসলাম, এড. শামীম জাহান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এড. সাঈদুজ্জামান জিকো ও এড. সাহেদুজ্জামান সাহেদ। আলোচনসভায় বক্তারা বলেন, জাতির জনকের হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তাহলেই জাতি কলঙ্ক মুক্ত হবে।
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আলোচনাসভা
পূর্ববর্তী পোস্ট