জাপানে আয়ের রেকর্ড গড়েছে ‘আরআরআর’

কর্তৃক porosh
০ কমেন্ট 21 ভিউস

বিনোদন ডেস্ক:

একের পর এক বিশ্ব রেকর্ড গড়ছে দক্ষিণী চলচ্চিত্রের আলোচিত ও তুমুল জনপ্রিয় সিনেমা ‘আরআরআর’। এই সিনেমার হাত ধরে ভারতের ঘরে অস্কার এসেছে। ভারতীয় প্রযোজনায় ‘বেস্ট অরিজিন্যাল সং’ বিভাগে সেরার শিরোপা পেয়েছে ‘নাটু নাটু’। এরই পথ ধরে আবারও নতুন রেকর্ড গড়ল এসএস রাজমৌলির এই সিনেমা।

জানা গেছে, জাপানে এবার সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা হিসেবে এটি আলোচনায় এসেছে। গত ২১শে অক্টোবর জাপানে মুক্তি পায় ‘আরআরআর’। জাপানের ৪৪টি শহরের ২০৯টি স্ক্রীন এবং ৩১টি আইম্যাক্সে রাজত্ব করছে রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত এই সিনেমা। এরই মধ্য়ে জাপানে ৮০ কোটির ব্য়বসা করে ফেলেছে ‘আরআরআর’।

নির্মাতা এসএস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার অফিশিয়াল টুইটারে পোস্ট করে এই খবর শেয়ার করেছেন সবার সঙ্গে।

উল্লেখ্য, ‘হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন ফিল্ম অ্যাওয়ার্ডস’-এ বেস্ট অ্যাকশন ফিল্ম, বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার, বেস্ট অরিজিন্যাল সং (নাটু নাটু), বেস্ট স্টান্টস, এই চার বিভাগে জয়ী এস এস রাজামৌলি পরিচালিত, রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ব্লকবাস্টার মিসেমা ‘আরআরআর’। এদিন পুরস্কার জয়ের পর বক্তব্য রাখতে উঠে পরিচালক স্টান্ট পরিচালকদের প্রাপ্য স্বীকৃতি দেওয়ার কথাও বলেন।

‘বেস্ট অ্যাকশন ফিল্ম’ বিভাগে ‘দ্য ব্যাটম্যান’, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’, ‘টপ গান: মেভারিক’-এর মতো সিনেমাকে পিছনে ফেলেছে রাজামৌলির সিনেমা। অন্যদিকে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম’ বিভাগে এটি ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ ও ‘ডিসিশন টু লিভ’-এর মতো সিনেমাকে পিছনে ফেলেছে।

বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার অ্যাওয়ার্ড পাওয়ার পর রাজামৌলি তার সঙ্গে রাম চরণকেও নিয়ে ওঠেন স্টেজে। আরও ভালো ভালো সিনেমা তৈরির আশ্বাস দেন অভিনেতা। রাজামৌলি এই পুরস্কার ভারতের সমস্ত পরিচালকদের উৎসর্গ করেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!