ডিবি পরিচয়ে ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

কর্তৃক porosh
০ কমেন্ট 36 ভিউস

জাতীয় ডেস্ক:

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে ডাকাতির সাথে জড়িত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার ভোরে তাদের নাগরপুর উপজেলার কাঠুরী এবং মানিকগঞ্জের দৌলতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের মৃত রহমুদ্দিন শেখের ছেলে শেখ মো. সোনা মিয়া (৩৩) ও মো. ভাষা মিয়ার ছেলে ঠান্ডু মিয়া (২৫), টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হরিপুর গ্রামে মো. খাদেমুল ইসলামের ছেলে মো. মোশারফ হোসেন (৩৫), বাসাইল উপজেলার কাশিল গ্রামের রবিন মিয়ার ছেলে আকাশ মিয়া (৩৪)।

র‌্যাব ১৪ এর ৩ নং কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, একটি পিস্তল সদৃশ্য বস্তু, একটি সুইচ গিয়ার ছুড়ি, পুলিশের একটি ভুয়া ভিজিটিং কার্ড, পাঁচটি মোবাইল ফোনসেট, একটি মাইক্রোবাস ও একটি টর্চ লাইট এবং নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারের পর তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে, তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন সময় ডাকাতি করতো। সোমবার রাত ৮টার দিকে টাঙ্গাইল থেকে মাইক্রোবাস চালককে জিম্মি করে। পরে তাকে নিয়ে মানিকগঞ্জ জেলায় ডাকাতি করার উদ্দেশ্যে রওনা হয়। পরে মাইক্রোচালক সাগরের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে র‌্যাব নাগরপুর থানায় মামলা দায়ের করে বলে জানিয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!