ডিবি পুলিশের হাতে মুনজিতপুরে ২ নিরীহ ছাত্র আটক

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 44 ভিউস

নিজস্ব প্রতিবেদক: শনিবার রাত একটায় ডিবি পুলিশ সাতক্ষীরা শহরের মুনজিতপুর থেকে মারুফ হাসান ও আবু রায়হান নামের দুই ছাত্রকে আটক করে নিয়ে গেছে। মারুফ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও আবু রায়হান সরকারী কলেজে অধ্যায়নরত। তাদের বাবার নাম আরশাদ আলী।
এ সময় ডিবি পুলিশ তাদের বাসা থেকে একটা ল্যাপটপ, একটা ডেস্কটপ ও ৩ টা মোবাইল ফোন নিয়ে যায়।
ধরে নিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ তাদের পরিবারের সদস্যদের জানিয়েছে, বিষয়টা কাউকে না জানানোর জন্য। একই সাথে তারা আরও বলে, রাতের মধ্যে না হলেও তাদের দিনের বেলায় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হবে। তাদেরকে কিছু তথ্য সংগ্রহের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
স্হানীয়দের দাবী, আটককৃত ২ ছাত্র অতিশয় দরিদ্র ও ভাল।

তবে কি কারনে তাদেরকে আটক করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!