ডি.বি ইউনাইটেড হাইস্কুলে ”বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি ” শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 104 ভিউস

মুকুল হোসেন, ব্রহ্মরাজপুর (সাতক্ষীরা সদর) প্রতিনিধি : সদর উপজেলার ডি.বি.ইউনাইটেড হাইস্কুলের মোহাম্মাদ হোসেন মিলনায়তনে ”বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” শিরোনামে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুকুমার সরকারের সভাপতিত্বে শিক্ষার্থীদের উন্মুক্ত প্রশ্নের মধ্যদিয়ে (২রা অক্টোবর) বুধবার বিকাল ১:০০ টায় আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের শুরুতে পবিএ কোরআন থেকে তেলোয়াত করেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সোহাগ বাবু ও গিতা থেকে পাঠ করেন মাধব দত্ত। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধর উপর শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উওর দেন মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম,মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাওার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোঃ হাফিজুর রহমান ও মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ সাক্ষী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান।শিক্ষার্থীদের প্রশ্নের উওরে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বলেন মুক্তিযুদ্ধের একপর্যায়ে তার বন্ধু কাজলের গায়ে গুলি লাগে এবং সেখানেই সে নিহত হয়। প্রধান শিক্ষক বলেন পাক সেনারা তার বাবাকে ধরে নিয়ে যে নির্যাতন করেছিল সেই নির্যাতনের চিহ্ন যখনই সে দেখত তখনই তার মন বিষাদে ভরে উঠত।মুক্তিযোদ্ধা সন্তানের কাছে করা এক প্রশ্নের উওরে তিনি বলেন একদিন তিনি দেখেন তার বাবার পায়ে ব্যান্ডেজ জড়ানো এই দেখে তিনি তার দাদির কাছে বাবার পায়ে ব্যান্ডেজ জড়ানো কারন জানতে চাইলে তার দাদি বলেন একদিন তুমি এই ব্যান্ডেজ জড়ানোর কারন জানতে পারবে, আজ তার বাবা নেই তবে তিনি আজ জানেন পাক সেনাদের গুলির আঘাতে তার বাবার পায়ে ক্ষত হয়, যে কারনে সেদিন তার বাবার পায়ে ব্যান্ডেজ করা ছিল। সভাপতি তার বক্তব্যে সকল শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জেনে সেই মোতাবেক জীবন গড়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের মুলতবি ঘোষনা করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক রমেশ সরদার।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!