নিজস্ব প্রতিবেদক: “কাঙ্খিত শিক্ষা পেতে যেমন শিক্ষক চাই, শিক্ষক সংকট ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা ও শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশন’র আয়োজনে ডি.বি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষকের অফিস রুমে প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে স্মার্ট ডি.বি ইউনাইটেড হাই স্কুলের আয়োজনে আলোচনা সভা ও ‘মা’ ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। ”সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এ আর এম মোবাশ্বেরুল হক জ্যোতি, ধুলিহর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীপক কুমার মল্লিক, ডি.বি ইউনাইটেড হাই স্কুলের সরকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাই স্কুলের সহকারী শিক্ষক রমেশ সরদার।
ডি.বি ইউনাইটেড হাইস্কুলে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান
পূর্ববর্তী পোস্ট