নজরুল ইসলাম, তালা: তালার খেশরায় পাখিমারা বিলে পুলিশ অভিযান চালিয়ে সচল অস্ত্র, ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ একজন যুবককে ধৃত করেছেন ক্যাম্প পুলিশ। সোমবার (১৯ ই জুন) দুপুর তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে তালা থানাধীন খেশরা ইউনিয়ন বালিয়া ঋষিপাড়া সংলগ্ন পাখিমারা বিলের ঘেরের বাসায় সচল অস্ত্র, ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি আছে বলে জানতে পারেন ক্যাম্প পুলিশ। এসময় খেশরা ক্যাম্প ইনচার্জ মো: সাইফুল্লাহ মোল্লাসহ একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করেন। অভিযানে নিজ ঘেরের বাসা হইতে সচল অস্ত্র, ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ খেশরার বালিয়া গ্রামের শাহাজান সানার পুত্র ফিরোজ সানা (৩৫) কে ধৃত করেন পুলিশ। খেশরা ক্যাম্প ইনচার্জ মো: সাইফুল্লাহ মোল্লা বলেন, অস্ত্র, ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ ধৃত যুবকে তালা থানায় হস্তান্তর করা হয়েছে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, অস্ত্র ও গুলিসহ ধৃত যুবককে থানায় হাজির করা হয়েছে। থানায় সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে।