তালা অফিস: তালায় “বিনিয়োগের অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার” প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। শনিবার সকালে তালা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও তালা উপজেলা প্রশাসনের সহযোগিতায় তালা শিল্পকলা একাডেমি হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাপড়ি প্রমুখ। আলোচনা সভা শেষে কৃতি ফুটবল খেলোয়াড় ও কৃতি শিক্ষার্থী সম্মাননা, দলিতের পক্ষ হতে তাদের সুবিধা ভোগী ১১৪ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান, বিভিন্ন মহিলা সংগঠনের জন্য অনুদানের চেক বিতরণ, কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ করা হয়।