নজরুল ইসলাম, তালা: তালার হরিশচন্দ্রকাটি ভোগদখলীয় পৈত্রিক বসতভিটার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বেধড়ক মারপিট ও হামলার ঘটনায় ৩ জন আহত হয়েছেন। বৃহম্পতিবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে এ মারপিট ও হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন তালার খলিলনগর ইউনিয়নের হরিশচন্দ্রকাটি গ্রামের মৃত-তফেজ উদ্দীনের ছেলে-সাইদুল ইসলাম (৩৭), মৃত-তফেজ উদ্দীনের স্ত্রী রশিদা বিবি (৫২), আহত সাইদুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম (৩৫)। ঘটনার বিবরণে জানাযায়, সাইদুল ইসলাম ও সোহরাব মোড়লের ভাগদখলীয় পৈত্রিক জমি বেদখল করা উদ্দেশ্যকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের হিসেবে পূর্বপরিকল্পিত ভাবে একই গ্রামের মৃত তমেজ উদ্দীনের ছেলে খলিল মোড়ল (৫৫), সাজ্জাদ মোড়ল (৪৮), আমজেদ মোড়ল (৫০), খলিল মোড়লের ছেলে খারিজুল মোড়ল (২২), সাজ্জাদ মোড়লের ছেলে আরিফুল মোড়ল (২০), মৃত শরিতুল্লাহ মোড়লের ছেলে হাশেম মোড়ল(৬০) আকস্কিক ভাবে দা, কুড়াল, লোহার রড, হাতুড়ি, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে উপরক্ত ব্যক্তিদের উপর হামলা ও বেধড়ক মারপিট করা সহ নির্মিত গোয়াল ঘর ভাংচুর করেন। পরে আহতদের ডাক চিৎকারের স্থানীয় এলাকাবাসীরা এগিয়ে আসলে অভিযুক্তরা জীবনের তরে শেষ করে দেওয়ার কথা বলা সহ গালি গালাজ করতে করতে স্থান পরিত্যাগ করেন। বেধড়ক মারপিট ও হামলায় সাইদুল ইসলামের মাথায় রক্তাক্ত জখম ও রশিদা বিবির বিভিন্ন জায়গায় ফোলা জখম হয়ে তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সাইদুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম কে লাঠি দিয়ে আঘাত করাসহ কানে থাকা স্বর্ণের দুল যাহার মূল্য ২২ হাজার টাকা ছিনিয়ে নেন। সাইদুল ইসলাম জানান, উপরক্ত বিবাদীরা আমাদের পৈত্রিক ভাবে প্রাপ্ত ভোগদখলীয় বসত ভিটার জমি নিয়ে আদালতে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলায় উক্ত রায় আমাদের পক্ষে আসায় গোয়াল ঘর নির্মাণ করি। এরই সূত্রধরে বিবাদীরা আকস্কিক ভাবে পূর্বপরিকল্পনা মোতাবেক আমাদের উপর হামলা করেন। আমরা তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। অভিযুক্ত সাজ্জাত মোড়ল জানান, আমরা কোন প্রকারের মারামারি করিনি। আমাদের উপর তারা হামলা করেছেন। এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম পিপিএম জানান, থানায় মামলা দায়ের করলে তদন্ত অন্তে আইনগত ব্যবস্থা গ্রহন করিব।
তালায় বসতভিটার জমির বিরোধে হামলা ও মারপিট: তিনজন আহত
পূর্ববর্তী পোস্ট