নজরুল ইসলাম, তালা: তালা উপজেলা জাতীয় যুব সংহতির নেতা মো. হালিম শেখ (৩৪) দীর্ঘদিন শারিরীক ভাবে অসুস্থ্য থাকার কষ্টে আত্নহত্যা করে মৃত্যুবরণ করেছেন। সে তালার আগোলঝাড়া গ্রামের মৃত নাজিম শেখের পুত্র। রবিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। জানাযায়, হালিম শেখ দীর্ঘ দিন যাবত হার্ডের সমস্যাসহ শারিরীক নানান সমস্যায় ভুগছিলেন। গতকাল সন্ধ্যায় তেতুলিয়া বাজারের পাশের্^ অসুস্থ্যতার কষ্ট সহ্য না করতে পেরে বিষপান করে আত্নহত্যার চেষ্টা করেন। এসময় স্থানীয় এলাকবাসী তাকে উদ্ধার করে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলে হাসপাতালে প্রেরণ করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় হালিম শেখ মৃত্যু বরণ করেন। মরহুমের জানাযার নামাজ মাগরিব বাদ নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে তালা উপজেলা জাপার সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক বি.এম বাবলুর রহমান, জাপা নেতা আব্দুর রহমান শেখ, তালা সদর ইউনিয়ন যুব সংহতির সভাপতি মো: লিটন হুসাইনসহ শাতাধিক মুসাল্লী অংশগ্রহণ করেন। জানাযার নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে যুব সংহতি নেতা হালিম শেখে অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ হাবিববুর রহমান, শেখ জালিল আহমেদসহ উপজেলা জাপা ও সকল অঙ্গ সহযোগী সংঠনের নেতৃবৃন্দ।
তালায় যুব সংহতির নেতা হালিম শেখ আর নেই, জাপার শোক
পূর্ববর্তী পোস্ট