তালায় ৪দিন ব্যাপি ৯২তম সাধু সম্মেলন সমাপ্ত

কর্তৃক porosh
০ কমেন্ট 85 ভিউস

নজরুল ইসলাম, তালা থেকে:

তালায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকির এর ৪দিনব্যাপী ৯২ তম বার্ষিক সাধু সম্মেলন আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে।

২৯ মার্চ (বুধবার) সকালে প্রয়ত সাধকের তালার শিবপুরস্থ বাসভবন চত্বরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ৯২তম সাধু সম্মেলন হয়। এর আগে ২৫ মার্চ ধর্মীয় সম্মেলনে গত শনিবার সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্ শুভ উদ্বোধন করেন। সাধু সম্মেলনে দেশের ২৫ টি জেলা থেকে সাধক ধর্মআলোচক গন অংশ গ্রহন করেন।

এবারের সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসাবে অংশ গ্রহন করেন, সাবেকমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত্, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার,তালা সার্কেল (তালা-পাটকেলঘাটা)সিনিয়র সহকারি পুলিশ সুপার মুহাঃ সাজ্জাদ হোসেন, তালা থানার অফিসার ইনচার্জ চৌধুরী মোঃ রেজাউল করিম, তালা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাঃ আবুল কালাম আজাদ,সাধক দরবেশ আলহাজ্ব কাজী সামচ্ছুর রহমান,বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা মুহাঃ আব্দুল আলিম গাজী, ঢাকা শ্যামলী থেকে আগত দরবেশ সাধক আলহাজ্ব মুহাম্মদ আলী জোয়াদ্দার, যশোর থেকে দরবেশ সাধক মুহাঃ রাসেল চিশতী, কুষ্টিয়া লালন একাডেমির লালন গবেষক সাধক মুহাঃ আব্দুল কাদের,ম্যাজিষ্ট্রেট আসমা আক্তার মিতার গর্বিত পিতা সাধক দরবেশ মোতাহার সরকার, নওয়াপাড়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যাপক মুহাঃ জালাল ফকির, দরবেশ সাধক মুহাঃ খালেক সাইজী,খানজাহান আলী দরবার শরিফের খাদেম সাধক মুহাঃ আকরাম হোসেন।

সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব ও আখেরী মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাধকপুত্র সাংবাদিক এস,এম নজরুল ইসলাম। সাধু সম্মেলনটি প্রয়াত সাধক পরিবার ও মানব উন্নয়ন ফাউন্ডেশন এর আয়োজন সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যমুনা টিভি সাতক্ষীরা জেলা প্রতিনিধি এসএম আকরামুল ইসলাম ।

আগত সকল সাধকদের শুখ শান্তি সমৃদ্ধি কল্যানসহ সকল মরহুম সাধকদের জান্নাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!