তালার খলিশখালী তালবীজ রোপন উদ্ধোধন

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 71 ভিউস

কিশোর কুমার: প্রাকৃতিক দুর্যোগ বর্জপাত নিরোধকল্পে জলবায়ু পরিবর্তন ও গ্রামীন অবকাঠামো রক্ষানাবেক্ষনের জন্য শনিবার তালা খলিশখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে রাস্তার দু’পাশে তাল বীজ রোপন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাশার যুব ফাউন্ডেশনের অর্থায়নে খলিশখালীর দুধলী চর হতে প্রায় ৭ কিলোমিটার রাস্তায় আনুমানিক ১০ হাজার তালবীজ রোপন কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। খায়রুল বাশার যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান খান মিলনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খায়রুল বাশার যুব ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা: লোকমান হোসেন সদস্যবৃন্দ । অনুষ্ঠান শেষে খলিশখালী বাজারে তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!