তালায় উদ্দীপনের আনুষ্ঠানিক শাখা উদ্বোধন

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 83 ভিউস

মোঃ আকবর হোসেন,তালা: তালায় বুধবার (২০নভেম্বর) সকালে তালা সার্জিক্যাল ক্লিনিকের সামনে তালা উদ্দীপন অফিসের আনুষ্ঠানিক শাখা উদ্বোধন করা হয়েছে।
উদ্দীপনের জোনাল ব্যবস্থাপক মোঃ কবির হোসেন এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদ্দীপনের এমেরিটাস চেয়ারম্যান মোঃ শহীদ হোসেন তালুকদার। আঞ্চলিক অর্থ ব্যবস্থাপক মোঃ কাইয়ুম হোসেনের পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারন পর্ষদ সদস্য মোঃ মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, তালা মহিলা কলেজের উপধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, তালা শাখা ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম, তালা সদর প্রেসক্লাবের সেক্রেটারী সাংবাদিক মোঃ আকবর হোসেন, তালা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার শেখ জাকির হোসেন, মসজিদের ইমাম, উন্নয়ন প্রচেষ্ঠার প্রতিনিধি, সার্সের প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উদ্দীপনের এমেরিটাস চেয়ারম্যান মোঃ শহীদ হোসেন তালুকদার বলেন, এই প্রতিষ্ঠানটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত। মোট ৩৩৪টি শাখা এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা তালার সকল স্তরের মানুষকে সাথে নিয়ে কাজ করতে চাই। মানুষকে স্বাবলম্বী করে দেশের উন্নয়নে কাজ করতে চাই। এই জন্য সকলের সাহায্য কামনা করছি।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!