কিশোর কুমার: ঘূর্নিঝড় বুলবুলের আঘাতে সাতক্ষীরার তালা উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার প্রায় ৪৯৬৪ টি ঘরবাড়ি বিদ্ধস্ত হয়েছে, উপড়ে পড়েছে হাজার হাজার গাছ। শত শত হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলা ও কুলচাষীদের । তলিয়ে গেছে কয়েক শত মৎস্য ঘের। রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকা। দিশেহারা হয়ে পড়েছে এলাকার মানুষ। প্রায় ২১ হাজার লোক এ তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার ১০২টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৫ হাজার মানুষ আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছে। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন রবিবার সকালে বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে উপড়েপড়া গাছগুলো অপসারণ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্টানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে শত শত মৎস্য ঘের। শত শত বিঘা ফসলী জমি তলিয়ে গেছে পানির নিচে। রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। তালা উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন,তালা থানার ওসি মেহেদী রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, প্রমুখ। উপজেলা প্রকল্প কর্মকর্তা জানান এ পর্যন্ত ক্ষতিগ্রস্তদের জন্য ১৭ মেট্রিকটন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে।
তালায় ঘুর্নিঝড় বুলবুলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি


পূর্ববর্তী পোস্ট