তালায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ইজিবাইক চালক নিহত

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 101 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালায় ইজিবাইকের ব্যাটারি চার্জ দেয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিকাশ দাশ (৪৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
তিনি উপজেলার নেহালপুর গ্রামের গোবিন্দ দাশের ছেলে।
প্রতিবেশী মাধব দাশ ও শেখ লাভলুর রহমান জানান, বিকাশ দাশ ভাড়ায় চালিত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে তার ইজিবাইকের ব্যাটারি চার্জ করার সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। এ সময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষনা করেন। এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!