তালায় শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হলেন কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমান

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 71 ভিউস

তালা অফিস থেকে নজরুল ইসলাম : সৌভাগ্যবান মানুষের পদচারনায় মুখরিত আনন্দিত উদ্বেলিত উৎসব মুখর পরিবেশে হাজার হাজার মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হলেন পৃথিবীর শ্রেষ্টতম কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমান। ধন্যহল তার পদ ধুলিতে তালা সদরের সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম সহ তালা বাসি।
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তিনি চির কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশ যাতে বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাঁড়াতে পারেন। আমাদের প্রধানমন্ত্রী আমাদের নিয়ে দেশবাসির সামনে সম্মানের সাথে কথা বলতে পারেন। বিদেশে খ্যাতী উদযাপ’ন করতে পারেন তার জন্য আমি শত ভাগ মনে প্রানে চেষ্টাকরি। তিনি সকলের নিকট বাংলাদেশ সহ তার জীবনের সুস্বাস্থ্য দীঘা’য়ু ও মঙ্গল কামনা করে বলেন তিনি যেন বাংলাদেশের সম্মান আরও বৃদ্ধি করার জন্য সেরা খেলাটা সব সময় করতে পারেন। তিনি প্রধান মন্ত্রীর জম্মদিনের শুভেচ্ছা অভিনন্দন ও দীর্ঘায়ু কামনা করেছেন।
তালা উপজেলা নিবাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, তালা থানার অফিসার ইনচাজ’ মেহেদী রাসেল সহ প্রশাসনের সদস্যরা সহ এলাকার হাজার হাজার ভক্তরা মুর্হুত্তের মধ্যে হাজির হয়ে গেল। জাতীয় ছাত্র সমাজের সাতক্ষীরা জেলার সাধারন সম্পাদক এস,এম, আকরামুল ইসলামের প্রিয় মানুষ বন্ধু মোস্তাফিজুর কে দেখার জন্য। তার নিরাপত্তার দায়িত্বে জাতীয় পটির সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান, জাতীয় ছাত্রসমাজের তালাউপজেলা সাধারন সম্পাদক মোঃ ইউনুস আলী, মোঃ শামীম মিজা’, মীর নাহিদুল ইসলাম, মোঃ সাগর মোড়ল, নাজমুল ইসলাম, ফারুক খান, বোরহান বিশ্বাস, লতিফুর রহমান মনি, শাওন, বিথী, রুবেল মোল্যা, রিপনখান, পলাশ,ইমরান হোসেন, এস,এম, হাসান আলী বাচ্চু, যুবসংহতী নেতা মোঃ মতিয়ার রহমান, মোঃ ঈমাম হাসান, মোঃ ঈমাম হুসাইন, এম,এম,কামরুল ইসলাম, সহ দু ‘শতাধিক জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ সহ প্রশাসন দায়িত্ব পালন করেন। অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর জাকির হোসেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!