তালায় সরকারী রাস্তার জায়গায় ঘর-বাড়ি নির্মান

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 79 ভিউস

কিশোর কুমার : তালায় এসিল্যান্ডের নির্দেশ উপেক্ষা করে সরকারি রাস্তার সীমানা জবর দখলের মাধ্যমে পাকা ঘরবাড়ি নির্মান করায় জনসাধারণের চলাচলে  ভোগান্তির শিকার হতে হচ্ছে।

সরজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বাউখোলা গ্রামের মৃত ইউছুপ সরদারের পুত্র দলীল লেখক আয়ুব আলী একই মৌজার এস এ ১নং খাস খতিয়ান ভুক্ত ২৬৫ নং দাগে শত বছরের চলাচলের রাস্তার জায়গা দখল করে ঘরবাড়ি নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গ্রামবাসীর পক্ষে সংক্ষুব্ধ সচেতন নাগরিক জনৈক শেখ মিজানুর রহমান সাতক্ষীরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মাকর্তা বরাবর পৃখক পৃখক ভাবে লিখিত অভিযোগ দাখিল করেন। এরই প্রেক্ষিতে তালা সহকারী কমিশনার ভুমি নির্মানকৃত অবৈধ স্থাপনা অপসারনের নির্দেশ দেন কিন্ত কে মানে কার নির্দেশ। জবর দখলকারী  ঐ দলিল লেখক এসিল্যান্ডের নির্দেশ উপেক্ষা করে নির্মানকাজ আরও দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে।এ নিয়ে গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। অনেকে মন্তব্য করেছেন যে দলীললেখক আয়ুব আলী কি অলৌকিক ক্ষমতা পেয়েছে? আবার অনেকের অভিযোগ ইসলাম কাটি ইউনিয়ন ভুমি সহকারী কর্মাকর্তা( ইউ এল এ ও)কামরুল ইসলামের সহযোগিতায় অবৈধভাবে পাকা ঘরবাড়ি নির্মান অব্যাহত রেখেছে।এবিষয়ে এসিল্যান্ডের নির্দেশে অবৈধ স্থাপনা অপসারন সহ স্কেস ম্যাপ প্রস্তুত পূর্বক তদন্ত প্রতিবেদন দিয়েছেন কিনা জানতে চাইলে ইসলামকাটি( ইউ এল এ ও) কামরুল ইসলাম জানান নোটিশের কথা শুনোছি হাতে পেলে ব্যাবস্থা নিব। এক প্রস্নের জবাবে তিনি বলেন, অবৈধ  স্থাপনা  নির্মানে আমার কোন সহযোগিতা নেই।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!