তিস্তার আরও পানি সরাবে ভারত, যে সিদ্ধান্ত নিল বাংলাদেশ

কর্তৃক porosh
০ কমেন্ট 15 ভিউস

জাতীয় ডেস্ক:

বাংলাদেশের উজানে খাল খননের মাধ্যমে তিস্তা নদীর পানি সরিয়ে নেয়ার খবরে নড়চড়ে বসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন খবরের সত্যতা যাচাইয়ের উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংএ এসব তথ্য তুলে ধরেন মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন।

ব্রিফিংয়ে বলা হয়, ‘পশ্চিমবঙ্গে খাল খননের মধ্য দিয়ে তিস্তার পানি সরিয়ে নিচ্ছে ভারত, প্রকাশিত এমন খবরের সত্যতা যাচাই করা হবে। বিষয়টি ভারতের সংশ্লিষ্ট পক্ষের থেকে যাচাইয়ের পর পরবর্তী সিদ্ধান্ত নেবে ঢাকা।’

এছাড়া প্রতিবেশী দেশটির সঙ্গে সুসম্পর্কের কথা উল্লেখ করে সেহেলী সাবরীন বলেন, ‘যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী বাংলাদেশ।’

এদিকে আগামী ২২ -২৩ মার্চ জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএন ২০২৩ ওয়াটার কনফারেন্স। নেদারল্যান্ডস ও তাজিকিস্তানের যৌথ সভাপতিত্বে এই সম্মেলনে বাংলাদেশও অংশ নিচ্ছে।

সম্মেলনে পররাষ্ট্র এ কে আব্দুল মোমেন জলবায়ু পরিবর্তনের ফলে পানি বিষয়ক অভিযোজনে বাংলাদেশের নিজস্ব অভিজ্ঞতাগুলো তুলে ধরবেন। এছাড়া ভবিষ্যতে পানির প্রাপ্যতা এবং সামগ্রিকভাবে পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনায় অংশ নেবে বাংলাদেশ।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!