ইয়ারব হোসেন:সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৪ জন আহত হয়েছে। রোববার বিকালে সদর উপজেলার তুজলপুর বাজার এলাকায় এ ঘটনায় ঘটে। পুলিশ বাসটি আটক করেছে। আহতদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো সদর উপজেলার কুশখালি গ্রামের সাইফুল ইসলাম,একই উপজেলার বলাডাঙ্গা গ্রামের এনি খাতুন ও তার দেড় বছর বয়সের শিশু রোহন ও কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের রবিউল ইসলাম।
সদর থানার এসআই শরিফ ইনামুল জানান,সাতক্ষীরা থেকে যশোরগামি একটি যাত্রীবাহি বাস সদর উপজেলার তুজলপুর বাজারে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা ৪ জন যাত্রী মারাত্বক আহত হয়। আহত ৪ জনের অবস্থা ভাল নয়। আহতদেরকে পুলিশ উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে।
তুজুলপুরে সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৪ জন আহত


পূর্ববর্তী পোস্ট