দলে না থেকেও ডোনাল্ডের চাওয়ায় চট্টগ্রামে শরিফুল-মৃত্যুঞ্জয়

কর্তৃক porosh
০ কমেন্ট 27 ভিউস

স্পোর্টস ডেস্ক:

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে ব্যাটিং করছেন ইবাদত হোসেন। বোলিং করছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। পাশে দাঁড়িয়ে আছেন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। প্রতিটি বলের আগেই তাকে কিছু না কিছু বুঝিয়ে দিচ্ছেন। ঠিক এমনটা ঘটেছে আরেক পেসার শরিফুল ইসলামের ক্ষেত্রেও।

সকালে স্টেডিয়ামে ঢুকতেই দেখা যায় পেসার শরিফুল-মৃত্যুঞ্জয়কে। ইংল্যান্ড সিরিজে কোনো সংস্করণে না থেকেও দুজন কেন জাতীয় দলের অনুশীলনে?

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শরিফুলদের ব্যস্ততা বেড়ে যায়। এক নাগাড়ে বোলিং করে যাচ্ছেন, নিবিড়ভাবে কাজ করছেন বোলিং কোচ ডোনাল্ড। পরে জানা যায়, শরিফুলদের চট্টগ্রামে আসার পেছনে কলকাঠি নেড়েছেন ডোনাল্ডই। ক্রিকেট অপারেশন্স থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ক্রিকেট অপারেশন্স থেকে জানানো হয়, ‘শরিফুল আমাদের চুক্তিতে থাকা ক্রিকেটার, আর মৃত্যুঞ্জয় আমাদের প্রক্রিয়ার মধ্যে আছে। জাতীয় দলের অনুশীলনে সহায়তার পাশাপাশি দুজনকে নিয়ে ডোনাল্ড আলাদাভাবে কাজ করবেন। এ জন্যই ঢাকা থেকে তাদের দলের সঙ্গে নেওয়া হয়েছে।’

শরিফুল বিশ্বকাপ থেকে জাতীয় দলের বাইরে। ভারতের বিপক্ষে টেস্ট দলে থেকে ছিটকে যান ইনজুরিতে পড়ে। সামনেই আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট রয়েছে। তার আগে শরিফুলকেও প্রস্তুত রাখছে টিম ম্যানেজম্যান্ট। সঙ্গে মৃত্যুঞ্জয়কেও প্রস্তুত রাখা হচ্ছে।

এ ছাড়া আগে থেকেই জাতীয় দলের সঙ্গে ছিলেন স্পিনার রিশাদ হোসেন। এবার যুক্ত হলেন আমিনুল ইসলাম বিপ্লব। স্পিন কোচ রঙ্গনা হেরাথ জানিয়েছেন, শেখার প্রক্রিয়ার মধ্যে রাখার জন্য তাদের জাতীয় দলের অনুশীলনে রাখা হয়েছে।

তবে দুই লেগ স্পিনারকে রাখার আরেকটা উদ্দেশ্য আদিল রশিদকে সামলানোর কৌশল রপ্ত করা। এই লেগ স্পিনার দুই ম্যাচেই নিয়েছেন ছয় উইকেট, যার মধ্যে ৪ উইকেট নেন সিরিজ নিশ্চিতের ম্যাচে।

রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!