দীর্ঘদিন পর বাংলা সিনেমায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়

কর্তৃক Abdullah Al Mahfuj
০ কমেন্ট 23 ভিউস

বিনোদন ডেস্ক:

‘রক্তবীজের সঙ্গে যুদ্ধে কে বাঁচাবে বাংলাকে?’ বৃহস্পতিবার সকালে উইন্ডোজ প্রোডাকশন হাউসের সোশ্যাল পেজ থেকে এই পোস্ট করা হয়। সঙ্গে সামনে আনা হয় তাদের আসন্ন ছবি ‘রক্তবীজ’-এর প্রথম ঝলক।

২০১৪ সালে বর্ধমান শহর লাগোয়া খাগড়াগড়ে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনা অবলম্বনে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় নির্মাণ করেছেন ‘রক্তবীজ’ সিনেমা।

তাদের পরিচালনায় ‘রক্তবীজ’ আসছে এই পুজোয়। এই ছবির হাত ধরে দীর্ঘদিন পর পর্দায় দেখা মিলবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের। যদিও এই আভাস আগেই মিলেছিল। তবে ছবির পোস্টার সামনে আনার পাশাপাশি রিভিল করা হয়েছে ছবির কাস্টিং লিস্টও। আর সেই সুবাদে জানা গেল কে কে আছেন সিনেমায়। এ সিনেমার আরেক চমক আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী, তাদেরও দেখা মিলবে এ সিনেমায়।
এদিকে ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে অনুসূয়া মজুমদারকে। এ ছাড়াও থাকবেন সত্যম ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, দেবাশিষ মন্ডলসহ অনেকে। চলতি মাসের ১৫ তারিখ থেকে ফ্লোরে যাচ্ছে উইন্ডোজের নতুন এ ছবি। একেবারে ছকভাঙা একটি গল্প এবার পুজোয় দর্শককে উপহার দিতে চলেছেন শিবু-নন্দিতা, যা উইন্ডোজ প্রযোজিত বাকি ছবিগুলো থেকে একেবারে আলাদা।

কলকাতা ও তার আশপাশে ছবির শুটিংয়ের লোকেশন ঠিক হয়েছে। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে থাকছেন অনিন্দ চট্টোপাধ্যায়, সুরজিৎ চট্টোপাধ্যায় এবং বাংলা ব্যান্ড দোহার।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!