আব্দুর রশিদ: গত ৪ জুন ২০২৩ সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এতে আহবায়ক কাজী ফিরোজ হাসান ও সদস্য সচিব শেখ নাজমুল হক রনি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আগামী ২৫ সেপ্টেম্বর সাতক্ষীরা পিএন হাইস্কুল মাঠ প্রাঙ্গণে সম্মেললন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন পর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনে সভাপতি পদে কাজী ফিরোজ হাসান, শরিফুল ইসলাম খান বাবু, আয়েশা ছিদ্দিকাসহ অনেকের নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে নাজমুল হক রনি, এহসান হাবীব অয়ন, গাজী বিল্পব, রাজিব ফারহাদ, রফিকুল ইসলাম রফিক ও এড. সাইদুজ্জামান জিকোর নাম সোস্যাল মিডিয়ায় উঠে এসেছে। তৃণমুল নেতাকর্মীদের আশা আগামী দিনে ত্যাগী এবং পরীক্ষিত নেতৃত্ব প্রদান করা হতে পারে। এদিকে, সাধারণ সম্পাদক পদে নেতাকর্মীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি এড. সাইদুজ্জামান জিকোকে দেখতে চায়। জেলা আ.লীগের নেতাকর্মীরা জানান, সাইদুজ্জামান জিকো একজন পরীক্ষিত, ত্যাগী, তরুণ আইনজীবী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকিদাতা আবু সাইদ চাঁদের মামলার বাদী। খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণ সম্পাদক পদে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেউ ভাবেই কম না। যে যার দিক থেকে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দীর্ঘ ১ যুগ পর সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন
পূর্ববর্তী পোস্ট