প্রেস বিজ্ঞপ্তি: ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স, সাতক্ষীরায় স্থানীয় যুবদের মাঝে দুর্যোগে জরুরী সাড়া প্রদান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাতক্ষীরায় একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় যুব সদস্যদের দুর্যোগে জরুরী সাড়া প্রদান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যুব সেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগের সময় বা যেকোন জরুরী সময়ে কিভাবে সাড়া প্রদান করা যায় সে বিষয়ে আলোচনা ও প্রাকটিক্যাল শেখানো হয়। আগুন বলতে কি বুঝি? আগুন কত প্রকার, আগুনে কোন কোন উপাদান দিয়ে গঠিত, কিভাবে আগুন নেভাতে হয় তা বিস্তারিত, বিদ্যুৎ জনিত আগুন নেভানোর উপায়, বাসা বাড়ির গ্যান সিলিন্ডার এর সঠিক ব্যবহার সম্পর্কে আলোচনা, বন্ধ ঘরে জীবন বাচিয়ে টিকে থাকার উপায়, প্রাথমিক চিকিৎসা, আগুন নেভানো ও উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির সঠিক ব্যবহার সম্পর্কে আলোচনা ও ফায়ার সার্ভিসের যন্ত্রপাতির কার্যক্ষমতা এবং কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে প্রাকটিক্যালে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহন কারীরা জরুরী সেবার সময় ভুমিকা যেন রাখতে পারে কোন স্থানে যদি জরুরী সাড়া প্রদান দরকার হয় সেক্ষেত্রে এই যুব সদস্যরা ফায়ার সার্ভিসের সমন্বয়ে কাজ করতে পারে সে বিষয়ে সকলের প্রতি আহবান করেন। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: শিমুল রানা। উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাতক্ষীরার ফায়ার ফাইটার মো. শাহারিয়ার, মো. আবু সাঈদ শেখ, মো. হাদিউজ্জামান মল্লিক, মো. তহিদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম ও বিশ^মঙ্গল সেন। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান (তহিদ), ইন্সপেরিটর একশনএইড বাংলাদেশ কেয়া অধিকারী, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার।
দুর্যোগে জরুরী সাড়া প্রদান বিষয়ক প্রশিক্ষণ
পূর্ববর্তী পোস্ট