দেবহাটায় নারী অধিকার উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ

কর্তৃক porosh
০ কমেন্ট 87 ভিউস

লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে:

বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থার দেবহাটা উপজেলায় শাখা কমিটির আত্মপ্রকাশ হয়েছে।

শনিবার (৪ মার্চ) বিকালে উপজেলার পারুলিয়ায় এক মতবিনিয়ম সভার মাধ্যমে কেন্দ্রীয় কমিটির অনুমোদন পরবর্তী আত্মপ্রকাশ করে। কমিটির প্রধান উপদেষ্টা দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও কমিটির উপদেষ্টা মিজানুর রহমান, নব-কমিটির সভাপতি আখিনুর ইসলাম, সাধারণ সম্পাদক আছমা খাতুন, সহ-সভাপতি লুৎফুর নাহার, যুগ্ম-সম্পাদক জান্নাতুল ফেরদাউস লাকী, কোষাধ্যক্ষ খাদিজা হাফিজ রুপা প্রমুখ।

আত্মপ্রকাশ করা সংগঠনটি কেন্দ্রীয় কমিটির সাথে মিল রেখে সারাদেশে নারীদের অধিকার আদায়, নারী নির্যাতন প্রতিরোধ, দুস্থ-অসহায় নারীদের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন উন্নয়নে কাজ করবে বলে জানান নেতৃবৃন্দ। সংগঠনটি ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ও ২১ সদস্য উপদেষ্টা পরিষদ এবং অফিস স্টাফ সদস্যদের নাম ঘোষনা করা হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!