দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটি ৪৫ শত শিশুর জন্মদিন পালন

কর্তৃক porosh
০ কমেন্ট 97 ভিউস

লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে:

দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটি ৪৫ শত শিশুর জন্মদিন পালন করা হয়েছে। সোমবার (২০ মার্চ) দেবহাটা সরকারি স্কুল মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রোগ্রামের আয়োজনে ও সুশীলনের বাস্তবায়নে এ জন্মদিন পালন করা হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় সুশীলনের প্রোগ্রামার ম্যানেজার টিপু সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রশান্ত বিশ্বাস, ইয়ুথ ইমপাওয়ার্ড প্রোজেক্ট কো-অডিনেটর ইমরান হোসেন, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার মামুন হোসেন, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান, গ্রাম উন্নয়ন কমিটির দেবহাটা সদর ইউনিয়ন সভাপতি উত্তম কুমার রায় প্রমুখ।

অনুষ্ঠানটি কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার নীল কান্ত মন্ডল, সাথী মেরি বাড়োই ও মোমেনা খাতুনের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডিথর প্রকৌশলী শোভন সরকার, স্থানীয় ইউপি সদস্য আজগার আলী, মাহাবুবুর রহমান বাবলু, আব্দুল হাই, রফিকুল ইসলাম মন্টু, নুর হোসেন, শরিফুল ইসলাম মোল্লা, আবুল খায়ের, মাধুবী রানী, রেহেনা পারভীন সহ নিবন্ধিত ও কমিউনিটি শিশু ও তাদের অভিভাবক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এসময় নিবন্ধিত শিশুদের সকলের জন্য এক সাথে বিশেষ জন্মদিন পালন উপলক্ষে কেক কাটা হয়। শিশুদের জন্য জন্মদিনের টুপি ও ছাতা উপহার প্রদান করা হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!