দেবহাটায় স্বাধীনতা দিবস ও পবিত্র মাহে রমজানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কর্তৃক porosh
০ কমেন্ট 21 ভিউস

ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে:

দেবহাটায় ২৫ মার্চ গনহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও পবিত্র মাহে রমজানের পবিত্রতা রাখতে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার ১৬ মার্চ, ২৩ ইং দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ। এসসয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলি, পল্লী বিদ্যুতের দেবহাটা সাব জোনাল অফিসের এজিএম জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, পিআইও শফিউল বসার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা তানজিয়ারা খাতুন, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের রোভার শিক্ষক আবু তালেব, দেবহাটা সরকারি বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন ও পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সকলকে যত্নশীল হওয়ার আহবান জানানো হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!