নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: ‘বাড়িতে এসি না লাগিয়ে বাড়ির আঙিনায় গাছ লাগান” স্লোগান কে মনে প্রাণে বিশ্বাস করে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে যাচ্ছে দেবহাটায় সেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবার। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ অক্টোবর) দেবহাটা উপজেলার সখিপুর আলিম মাদ্রাসা ক্যাম্পাসে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠান পরিচালনা করা হয়। উক্ত বৃক্ষ রোপণ অভিযান অনুষ্ঠানে আমাদের টিম মানবিক পরিবারের সভাপতি এইচ এম মনির হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শামসুল আরিফ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের প্রভাষক মিজানুর রহমান, সহঃ শিক্ষক আক্কাস আলী, অফিস স্টাফ হাফিজুল ইসলাম, আমাদের টিম এর প্রতিনিধি হিসাবে ছিলেন সাংবাদিক জি.এম তারেক মনোয়ার, মোস্তাকিম বিল্লাহ, শিমুল হোসেন প্রমুখ। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির পুরো অনুষ্ঠানটি সমন্বয় করেন হাফেজ মো: আল আমিন হোসেন।
দেবহাটার মাদ্রাসায় সেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি
পূর্ববর্তী পোস্ট