কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের লাবণ্যবতী খাল থেকে এক যুবতীর লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। হতভাগ্যের নাম ডলি(২৬) সে স্থানীয় উত্তর কুলিয়ার আমির আলীর মেয়ে। জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে স্থানীয় জেলেরা খালে জাল ফেলে মাছ ধরার সময় তাদের জালে ভারী কিছু বাধলে তারা খালের ধারে জাল টেনে তোলার পর লাশটি দেখতে পায়। এ সময় স্থানীয় জনগন দেবহাটা থানা পুলিশ কে খবর দিলে তাৎক্ষনিক সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জামিরুল ইসলাম জামি, দেবহাটা থানা ওসি বিপ্লব কুমার সাহা ও কুলিয়া ইউপি চেয়ারম্যান(ভার:) আসাদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠান। এ ব্যাপারে নিহতের পিতা আমির আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার মেয়ে সকালে প্রতি দিনের ন্যায় বাড়ি থেকে বের হয়েছিল আমার মেয়ের মস্তিষ্ক বিকৃত ও মৃর্গী রোগ ছিল। তবে কখন সে খালে পড়ে গিয়েছিল বা কিভাবে খালে তার লাশ আসলো এ বিষয়ে তারা কিছু বলতে পারেনি। এ ব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার কাছে জানতে চাইলে তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
দেবহাটায় এক যুবতীর লাশ উদ্ধার
পূর্ববর্তী পোস্ট