দেবহাটায় ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

কর্তৃক Ahadur Rahman Jony
০ কমেন্ট 39 ভিউস

দেবহাটা ব্যুরো: দেবহাটায় অভিযান চালিয়ে ১শ বোতল ফেন্সিডিল ও একটি বাজাজ সিটি হান্ড্রেড মডেলের মোটর সাইকেল সহ ভোলা গাজী (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ভোলা গাজী সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের মৃত বিল্লাল গাজীর ছেলে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ৭ টায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই আবু হানিফের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার পারুলিয়া জেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ভোলা গাজীকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশী করে ১শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। পাশাপাশি ফেন্সিডিল বহনে ব্যবহৃত একটি বাজাজ সিটি হান্ড্রেড মডেলের মোটর সাইকেল জব্দ করে পুলিশ। ফেন্সিডিল ও মোটর সাইকেল সহ মাদক ব্যবসায়ী ভোলা গাজীকে আটকের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, এঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ী ভোলা গাজী সহ আরো দুজনকে পলাতক আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং – ১০।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!