দেবহাটা ব্যুরো: দেবহাটার পারুলিয়াতে জনসাধারনের দীর্ঘদিনের চলাচলে সরকারী রাস্তার দুই তৃতীয়াংশ দখল করে প্রাচীর নির্মান সহ এলাকায় বসবাসরত অসহায় সাধারন মানুষদের হয়রানীর অভিযোগ উঠেছে শেখ রেজাউল ইসলাম (৫০) নামের এক ভুমিদস্যুর বিরুদ্ধে। অভিযুক্ত রেজাউল ইসলাম মাঝ পারুলিয়া গ্রামের মৃত শেখ সোবহানের ছেলে। দীর্ঘদিন ধরে জনসাধারনের চলাচলে সরকারী ১২ ফুট প্রস্থের রাস্তাটির ৮ ফুটই দখল করে নিয়েছে ভুমিদস্যু রেজাউল। আর বাকী ৪ ফুট রাস্তায় বর্তমানে একটু বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে পড়ায় এলাকার সাধারন মানুষ ওই রাস্তায় চলাচলে চরম দুর্ভোগে পড়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর হুমকি দিচ্ছে ভুমিদস্যু রেজাউলের ছেলে জেল পুলিশের কনষ্টেবল আব্দুল কাদের এবং জামাতা সখিপুরের লিটন। এ ঘটনায় বুধবার দেবহাটা উপজেলার সেকাই মোড় সংলঘœ মাঝ পারুলিয়া গ্রামের জনসাধারনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসীর পক্ষে স্থানীয় বাসিন্দা শেখ মিজানুর রহমান, শরিফুল ইসলাম, রজব আলী, আব্দুল হক, শেখ বাবু, নুর ইসলাম, আশরাফ আলী, রমজান আলী সহ একাধিক ব্যাক্তি তাদের অভিযোগে জানান, ব্রিটিশ শাসনামল থেকে তাদের পুর্ব পুরুষ এবং পর্যায়ক্রমে তারাও সরকারী ওই রাস্তাটিতে চলাচল করে আসছিলেন। সরকারী তথ্য মতে ওই রাস্তাটির গড় প্রস্থ ১২ ফুট বলেই জেনে এসেছেন তারা। বেশ কয়েক বছর আগে স্থানীয় ভুমিদস্যু রেজাউল ইসলাম সরকারী ১২ প্রস্থের রাস্তাটির ৮ ফুট জায়গা দখল করে পাঁকা প্রাচীর ও গোয়ালঘর নির্মান করেন। ফলে জনসাধারনের চলাচলের রাস্তাটি মাত্র ৪ফুট প্রস্থ হয়ে সরু গলিতে পরিনত হয়েছে। ফলে কেবলমাত্র বাই সাইকেল ছাড়া অন্য কোন যানবহন বা প্রয়োজনীয় মালামাল ওই রাস্তা দিয়ে বর্তমানে আনা নেওয়া করতে পারেননা স্থানীয়রা। পাশাপাশি সামান্য বৃষ্টিতেই মাত্র ৪ফুট প্রস্থের রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ায় সাধারন মানুষ চলাচলে অনেকটাই বিড়ম্বনা ও ভোগান্তির শিকার হচ্ছেন। অন্যদিকে রাস্তার অপর পাশের বাসিন্দা শেখ মিজানুর রহমান সহ অন্যান্যরা তাদের রেকর্ডীয় সম্পত্তিতে প্রাচীর নির্মান করতে গেলে বাঁধাসৃষ্টি সহ তাদেরকেও বিভিন্নভাবে হয়রানী করছে ভুমিদস্যু রেজাউল ইসলাম। বিষয়টি নিয়ে বুধবার এলাকাবাসী ইউএনও সাজিয়া আফরীনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে বৃহষ্পতিবার ইউএনও’র নির্দেশে সরকারী সার্ভেয়ার ও পারুলিয়া ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে রাস্তার জমি পরিমাপ শেষে ১২ ফুট প্রস্থের রাস্তার ৮ ফুট ভুমিদস্যু রেজাউলের জবরদখলে রাখার বিষয়টি নিশ্চিত করে লাল ফ্লাগ ঝুলিয়ে দেন। এঘটনার পর থেকে অবৈধভাবে দখলকৃত সরকারী রাস্তার জমি নিজের দখলে রাখতে বিভিন্ন মহলে দৌড়ঝাপ সহ এলাকার অসহায় সাধারন মানুষদের ভয়ভীতি দেখিয়ে আসছে ভুমিদস্যু রেজাউল। তাই অবিলম্বে ভুমিদস্যু রেজাউলের নির্মানকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে সরকারী রাস্তা পুনরুদ্ধার সহ সকলের চলাচলের জন্য উন্মুক্ত করে জনদুর্ভোগ লাঘবের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবী জানিয়েছেন এলাকাবাসী।
দেবহাটায় সরকারী রাস্তা দখলকারী ভুমিদস্যু রেজাউলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী
পূর্ববর্তী পোস্ট