দ্রব্যমূল্যের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই : এবি পার্টি

কর্তৃক porosh
০ কমেন্ট 31 ভিউস

জাতীয় ডেস্ক:

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেছেন, দ্রব্যমূল্যের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বসলে দুটি জিনিষ উপহার দেয়-একটি একদলীয় শাসন, দ্বিতীয়টি দুর্ভিক্ষ। বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্য বাড়ানোর ব্যাপারে সরকারের কোনো দ্বিধা সংকোচ নাই। যখন যা খুশি তারা তা-ই করে যাচ্ছে।

শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তবে এসব কথা বলেন তিনি। সভায় সভাপত্বি করেন পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান কচি, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, বিএম নাজমুল হক, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, আমিনুল ইসলাম এফসিএ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন প্রমূখ।

এ সময় মজিবুর রহমান মন্জু আরও বলেন, কয়েকদিনের মধ্যে তিনবার বিদ্যুতের দাম বাড়িয়েছে। পবিত্র রমজানের আগেই চিনি, তেলসহ সব ধরনের খাবারের দাম পাল্লা দিয়ে বাড়ছে।

এ সময় তাজুল ইসলাম বলেন, মানুষ নিরব দুর্ভিক্ষে দিনাতিপাত করছে। রমজানের আগে বিদ্যুৎ ও দ্রব্যমূল্য আবার বৃদ্ধি করে সরকার জনগণের উপর জুলুমের স্টীম রোলার চালু করেছে, এর প্রতিদান তারা অবশ্যই ভোগ করবে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!