নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের অসহায় পানিবন্দী মানুষের পাশে দাড়ালেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বুধবার (০২ অক্টোবর) দুপুরের ধুলিহর ইউনিয়নের বালুইগাছা এলাকার পানিবন্দী মানুষদের দুঃখ দুর্দশা দেখতে সরেজমিনে যান। এসময় তিনি ইউনিয়নের চেয়ারম্যান ও পানিবন্দী মানুষদের সাথে কথা বলেন এবং কিভাবে পানিবন্দী মানুষদের কষ্টের জীবন থেকে পরিত্রাণ দিতে দ্রুত পানি নিষ্কাষণের নির্দেশ দেন। তিনি তাৎক্ষণিকভাবে ১০ টন জিআর চাউল বরাদ্ধ দেন পানি নিষ্কাষণের ব্যয়ের জন্য। এসময় এমপি রবি পানিবন্দী মানুষের দুঃখ দেখে খুবই মর্মাহত হন। পানিবন্দী অসহায় মানুষদের কষ্ট দুর করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য নির্দেশ দেন। জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশ ও দশের কল্যাণে কাজ করার নির্দেশ দিয়েছেন। যাদের মূল্যবান ভোটে আজ আমি এমপি হয়েছি তাদেরকে পানিবন্দী জীবন যাপন করতে দেবোনা। তাদের ভাল রাখা নৈকি দায়িত্ব পানিবন্দী হওয়ার জন্য কারণ হিসেবে যত্র তত্র অপরিকল্পিত ঘের তৈরী করাকে দোষারোপ করেন এমপি রবি।’ এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ধুলিহর ই্উপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ধুলিহর ভিডিএফ প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন বাবু, ইউপি সদস্য আনিছুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, ব্যবসায়ী আব্দুল অদুদ, আব্দুল মাজেদসহ দলীয় এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ধুলিহরে জলাবদ্ধ এলাকার পানি দ্রুত নিষ্কাশনের নির্দেশ দিলেন এমপি রবি


পূর্ববর্তী পোস্ট