নড়াইলে ট্রলির ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত

কর্তৃক porosh
০ কমেন্ট 33 ভিউস

নড়াইল সংবাদদাতা:

নড়াইলের কালিয়ায় মেসার্স স্বস্তি বিক্সস ইটভাটার ট্রলির ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মো. তবিবুর রহমান ওরফে তোতা মিয়া (৭৫) নিহত হয়েছেন।

রোববার (৫ মার্চ) সকালে নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রুস্তম মোল্লার ছেলে।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে,রোববার সকালে বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আশা একটি ট্রলি তাকে ধাক্কা দিলে তিনি নিচে পরে যায় পরে ট্রলিটি তার ডান পায়ের উপর দিয়ে চালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে খুলনা নেয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন,ট্রলিটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। তবে এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!