নড়াইলে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্তৃক porosh
০ কমেন্ট 56 ভিউস

নড়াইল সংবাদদাতা:

নড়াইলে নোংরা পরিবেশ, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।

সোমবার (২০ মার্চ) নড়াইল সদর উপজেলার চৌরাস্তা মোড় ও রুপগঞ্জ বাজার এলাকায় বিভিন্ন দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনসার সদস্যরা সহযোগিতা করে।

অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স আসলাম ডিম ভান্ডার ১ হাজার টাকা, মেসার্স কৃষ্ণ ষ্টোর ১ হাজার টাকা, মেসার্স ঘোষ সুইটস ৫০০ টাকাসহ মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।

এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য,ঔষধ,স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!