নড়াইলে ৪১তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরু

কর্তৃক porosh
০ কমেন্ট 61 ভিউস

নড়াইল সংবাদদাতা:

নড়াইলে শুরু হয়েছে ৪১তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২২-২৩। ক্রিকেট উপ পরিষদের সভাপিত আয়ুব খান বুলুর সভাপতিত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চ্যাম্পিয়নশীপ উদ্বোধন হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকাল ৯টায় বীর শ্রেষ্ট নূরমোহাম্মদ ষ্টেডিয়ামে চ্যাম্পিয়নশীপের বেলুন ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

উদ্বোধনী খেলায় সিলেট জেলা ও পিরোজপুর জেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। টসে জয়লাভ করে পিরোজপুর জেলা সিলেট জেলাকে ব্যাটিং এ আমন্ত্রন জনায় ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সদস্য লতিফ সরকার, সদস্য এড,আজিজুল ইসলাম, হাফিজুর রহমান সাগর প্রমুখ। আঞ্চলিক পর্বে নড়াইল ভেন্যুতে সিলেট জেলা, মুন্সীগজ্ঞ জেলা, বরগুনা জেলা ও পিরোজপুর জেলা দল অংশগ্রহণ করছে। টুর্মামেন্ট চলবে ১৭ মার্চ পযর্ন্ত চলবে।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!