নারী অধিকারের কাঙ্ক্ষিত অর্জন সম্ভব হয়নি: আইনজীবী ফাওজিয়া করিম

কর্তৃক porosh
০ কমেন্ট 30 ভিউস

জাতীয় ডেস্ক:

বিভিন্ন আইন সত্ত্বেও দেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় এখনও আমাদের কাঙ্ক্ষিত অর্জন লাভ করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্ল্যাড) চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। শনিবার (৪ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ফ্ল্যাড ও বাংলা ট্রিবিউনের যৌথ উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। নারীদের অধিকার ও প্রাসঙ্গিক আইন (স্বাধীনতাউত্তর ৫১ বছরের মূল্যায়ন) শিরোনামে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ফাওজিয়া করিম ফিরোজ বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা অনেক আইন পেয়েছি। মানবপাচার, পারিবারিক সহিংসতা নিরোধসহ প্রভৃতি বিষয়ে অনেক আইন এসেছে। আইনের আওতায় এসেও আমাদের নারী অধিকারের বিষয়ে যতটুকু অর্জন হওয়ার কথা ছিল তা কিন্তু আমরা পাইনি।

আক্ষেপ প্রকাশ করে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, আইন হয়েছে ঠিকই কিন্তু অনেকাংশে আমাদের নারীদের অর্জনের জায়গাটিও দিন দিন কর্তন করা হচ্ছে। যৌন হয়রানি রোধে একটি গাইডলাইন ছিল যা আইনে রূপান্তর করা হয়নি। এভাবে অনেক জায়গা রয়েছে যেখানে আমাদের কাজ করার রয়েছে। তাহলেই হয়তো আমরা নারীর অধিকার প্রতিষ্ঠা সম্ভব করতে পারবো।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!