পণ্য লেনদেনে ইরান-ভেনেজুয়েলার সরাসরি জাহাজ চলাচল চালু

কর্তৃক porosh
০ কমেন্ট 23 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান ও ভেনেজুয়েলার মধ্যে পণ্য লেনদেন করতে দু’দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল রুট চালু করা হয়েছে।

কারাকাসস্থ ইরান দূতাবাস গতকাল শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়ে বলেছে, ইরান ও ভেনেজুয়েলা উভয় দেশের ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা দিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইরান ও ভেনেজুয়েলা দু’দেশের ওপরই মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ইরানের শিপিং লাইন্স বা আইআরআইএসএল-এর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ইরান দূতাবাস বলেছে, এখন থেকে ভেনেজুয়েলার জন্য প্রয়োজনীয় নানারকম পণ্যবাহী একটি কার্গো জাহাজ প্রতি তিন মাস অন্তর ভেনেজুয়েলার উদ্দেশ্যে ইরান ছেড়ে যাবে।

এর আগে আইআরআইএসএল গত সপ্তাহে জানিয়েছিল, ইরানের পরবর্তী কার্গো জাহাজ আগামী মে মাসে ভেনেজুয়েলার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও ভেনেজুয়েলার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী হয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরে ২০২২ সালের জুন মাসে ইরান সফর করেন। ওই সফরে দু’দেশের মধ্যে প্রযুক্তি, কৃষি, তেল ও গ্যাস, পেট্রোকেমিক্যাল, পর্যটন ও সাংস্কৃতিক খাতে দু’দেশের মধ্যে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!