পর্দা করে মুসলিম সেন্টার পরিদর্শনে কেট মিডলটন

কর্তৃক porosh
০ কমেন্ট 22 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

হিজাবের মতো পর্দা করে হেইস মুসলিম সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেছেন কেট মিডলটন। যুক্তরাজ্যের ওয়েস্ট লন্ডনে অবস্থিত এই সেন্টার পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন ওয়েলসের প্রিন্স উইলিয়াম। তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহকারী স্বেচ্ছাসেবকদের কার্যক্রম পরিদর্শন করেন এই দম্পতি।

ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ সূত্রে জানা যায়, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য মুসলিম সেন্টারের উদ্যোগে ৩০ হাজার পাউন্ড সংগ্রহ করা হয়। মুসলিমদের স্বেচ্ছাসেবা কার্যক্রমে অভিভূত হয়ে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান তারা।

কালো ও সাদা বর্ণের পর্দা করা মিডলটন অভিভূত হয়ে বলেছেন, ‘বিপুল পরিমাণ তহবিল সংগ্রহের মাধ্যমে কমিউনিটির পারষ্পরিক সুদৃঢ় বন্ধন বোঝা যাচ্ছে। আপনি একসঙ্গে থাকলে এবং একে অপরকে সমর্থন করলে তা আরো সুদৃঢ় হবে।’ উল্লেখ্য, ভূমিকম্পের ক্ষতিগ্রস্তদের তহবিল সংগ্রহে গত ৩০ বছরের রেকর্ড ভেঙে গেছে।

সূত্র : পেইজ সিক্স ও খালিজ টাইমস।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!