পাঁচ ফিফটির ম্যাচে গাজী ক্রিকেটার্সের জয়, মোহামেডানের হার

কর্তৃক porosh
০ কমেন্ট 27 ভিউস

স্পোর্টস ডেস্ক:

তারকাবহুল দল নিয়েও ঢাকা প্রিমিয়ার লিগের শুরুটা ভালো হলো না ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। প্রথম রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকের্টার্সের কাছে ১২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা।

আগে ব্যাটিং করে গাজী গ্রুপ ৭ উইকেটে ৩৪৯ রান করে। জবাবে মোহামেডান ২২১ রানে অলআউট হয়ে অসহায় আত্মসমর্পণ করে। এদিকে দুই দলের পাঁচ ব্যাটসম্যান ফিফটি ছুঁয়েছে। কিন্তু কেউই সেঞ্চুরি পাননি।

ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন ভারতীয় ক্রিকেটার রবি তেজা। এছাড়া আকবর আলী ও মেহরব হাসান ফিফটির দেখা পেয়েছেন। মেহরব ৪৩ বলে ৬২ রানের ঝকঝকে ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৮ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। অধিনায়ক আকবর ৫৯ রান করেন ৬ চার ও ১ ছক্কায়।

মোহামেডানের বোলাররা বেহিসাবি রান খরচ করেছেন। ১০ ওভারে ৭৫ রানে ৩ উইকেট নিয়ে খালেদ ছিলেন দলের সেরা। এছাড়া ৬৪ রানে ২ উইকেট নেন আরেক পেসার আবু জায়েদ রাহী।

লক্ষ্য তাড়ায় রনি তালুকদারের ফিফটিতে মোহামেডান জবাব দিলেও টপ ও মিডল অর্ডারে তাকে কেউ সাহায্য করতে পারেননি। সৌম্য ১৬ রানে আউট হন। ইমরুলের ব্যাট থেকে আসে ২৯ রান। ১ রান করেন অনুশতুপ মজুমদার। পাঁচে নেমে মাহমুদউল্লাহ ৫৭ বলে ৫৮ রান করলেও তা দলের কাজে আসেনি।

অন্যদিকে, রনি ওপেনিংয়ে নেমে ৬১ বলে ৮০ রান করলেও তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারের দেখা পাননি। ১২ চার ও ১ ছক্কায় সাজান তার ইনিংসটি। এছাড়া বাকিরা ছিলেন নিষ্প্রভ। প্রত্যেকেই ছিলেন আসা-যাওয়ার মিছিলে।

বল হাতে কাজী অনিক, এনামুল হক, হাবীব মেহেদী ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন সুমন খান ও মাহমুদুল হাসান। গাজী গ্রুপ ক্রিকেটার্সের জয়ের নায়ক মেহরব হাসান।



রিলেটেড পোস্ট

মতামত দিন

error: Content is protected !!